Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধি::

 

নোয়াখালীতে সদ্য পদোন্নতি পাওয়া নোয়াখালী জেলা প্রশাসক (কৃষি মন্ত্রাণলয়ের যুগ্মসচিব) তন্ময় দাসের বিদায় ও নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলমের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার রাতে জেলা পুলিশ সুপার মো আলমগীর হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসকের হল রুমে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বিদায়ী জেলা প্রশাসক তন্ময় দাস, নবাগত জেলা প্রশাসক খোরশেদ আলম, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী ক্লাবের সদস্য অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

পরে ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত জেলা প্রশাসককে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Sharing is caring!