নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ক্রয়কৃত ত্রিশ মেঃটন সরকারি গম জব্দ করেছে এনএসআই নোয়াখালী জেলা কার্যালয়। ঘটনায় গোডাউনটি সিলগালা ও প্রতিষ্ঠানের পরিচালকের ছেলে মো. মাসুম (৩২) নামের এক ব্যবসা সমিতির নেতাকে আটক করা হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এনএসআই নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের ডিডি এ বি এম ফারুকের নেতৃত্বে চৌমুহনী দক্ষিণ বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল মালেকের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় গোডাউনে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গমগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গম ও ঘটনায় জড়িত থাকায় আটক মাসুমকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন, বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সারোয়ার কামাল, থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, জুনিয়র ফিল্ড অফিসার আবু তাহের নিজামী, সিরাজুল ইসলাম, এনএসআই জামাল উদ্দিন সিয়াব, পুলিশ ও আনসার সদস্যরা।