Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধি::

নোয়াখালীতে নতুন করে কোম্পানীগঞ্জ থানার সি সহ একদিনে আরও ২২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেনবাগ উপজেলায় ১ জনের মৃত্যৃ হয়েছে ও সুস্থ হয়েছে ৪৪ জন।

এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৪৫ জন, মৃত্যু হয়েছে ৫৭ জন ও সুস্থ হয়েছেন ১৭৫৪ জন।

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৬ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়াও নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৯০৮ জন।

Sharing is caring!