কবিরহাটে তালিকাভুক্ত ৩শত ভিডিপি সদস্যকে ত্রাণ বিতরণ
- আপডেট সময় : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০ ৩০৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারনে সারাদেশ লকডাউন থাকার কারণে নোয়াখালী কবিরহাটে কর্মরত ৩শত তালিকাভ‚ক্ত ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (৫ মে) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে সকলের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজলা ভিত্তিক এ ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন, নোয়াখালী জেলা কমান্ড্যান্ট আশীষ কুমার ভট্টাচার্য। এসময় আরো উপসস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট নুরুল আফছার চৌধুরী, সার্কেল এডজুটেন্ট সোহেল রানা সরকার, কবিরহাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম ও উপজেলা প্রশিক্ষিকা শাহিন আকতার প্রমূখ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেশের প্রতিটি উপজেলায় ৩শত জন করে দুস্থ ভিডিপি সদস্যকে এ ত্রাণ সামগ্রী দেয়া হয়।
উক্ত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তৈল, ১টি সাবান ও ১ টি করে মাস্ক।