Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধি::

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে মো. সুমন (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয়রা। আটককৃত রোহিঙ্গা যুবক টেকনাফের বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের আবদুর রহমান’র ছেলে। সে ট্রাক যোগে বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে এ উপজেলায় পালিয়ে আসে।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার ( ২৬ জুলাই) রাতে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরক্লার্কের ইসলামপুর মার্কেট থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটকৃকত রোহিঙ্গা যুবক বর্তমানে থানা হাজতে রয়েছে। তিনি আরও জানান, তাকে টেকনাফের বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে পুনরায় ফেরত পাঠানো হবে।

Sharing is caring!