এক্সক্লুসিভ, নোয়াখালী | তারিখঃ জুলাই ২৭, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 1640 বার

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে পুলিশ লাইন্সে কর্মরত নারী পুলিশ সদস্যদের আমিষের চাহিদা পূরণ ও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নোয়াখালী।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশ লাইন্স পুকুরে এ মাছের পোনা অবমুক্ত করেন পুনাকের সভানেত্রী ও জেলা পুলিশ সুপারের স্ত্রী তানিয়া আলমগীর।
পুনাক সভানেত্রী তানিয়া আলমগীর বলেন, নারী পুলিশ সদস্যরা সবসময় জনগনের সেবায় কাজ করে যাচ্ছে। তাদের শরীরের আমিষের চাহিদা মেটানোর লক্ষ্যে পুলিশ লাইন্স পুকুরে তিন মণ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। যার মধ্যে রুই, মৃগল, কাতল, কালিবাউস, সরফুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পুনাক নোয়াখালীর সহ-সভানেত্রী রীপা চাকমা ও সাধারণ সম্পাদক ডা. ফাকিহা খান’সহ পুনাকের অনান্য নেতৃবৃন্দ।
Leave a Reply