নোয়াখালীতে ১২০শয্যার অক্সিজেন কোবিড হাসপাতালের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

নোয়াখালী প্রতিনিধিঃ

করোনা রোগীদের বিনামূল্যে আধুনিক সুবিধা সম্বলিত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে নোয়াখালীতে ১২০শয্যার কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার কোভিড-১৯ হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা শহর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে এ হাসপাতালের উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। স্টেডিয়ামের প্রথম ও দ্বিতীয় তলায় এ হাসপাতাল স্থাপন করা হয়েছে।

জানা গেছে, হাসপাতালটিতে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের পাশাপাশি দুটি ভেন্টিলেটর, তিনটি হাইপ্লো নেজাল ক্যানোলা সম্বলিত ৮শয্যার একটি হাই-কেয়ার ইউনিট। এ হাসপাতাল স্থাপনের ফলে এখন থেকে নোয়াখালীতেই করোনা রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) জেলা সভাপতি ডা. ফজলে এলাহী খাঁন ও সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০