নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু

Avatar
newsdesk2
আপডেটঃ : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

নোয়াখালী প্রতিনিধিঃ  
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালী পৌর শহরের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম শ্রীমান ভট্ট। তিনি পৌর শহরের মাইজদী বাজার এলাকার বাসিন্দা। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮০জন। এদিকে জেলায় নতুন করে আরও ৩৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 
বুধবার দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সদর উপজেলা করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন বলেন, অসুস্থ্য অবস্থায় গত ৮আগস্ট ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরদিন করোনা শনাক্তের পর উন্নত চিকিৎসার জন্য উনাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে ওই হাসপাতালে মারা যান তিনি।
সিভিল সার্জন জানান, গত ২৪ঘন্টায় জেলা আক্রান্ত হয়েছেন আরও ৩৬জন। যার মধ্যে সদরে ১০, সুবর্ণচরে ২, বেগমগঞ্জে ১, সোনাইমুড়ীতে ১, চাটখিলে ১, সেনবাগে ৩, কবিরহাটে ৬ ও কোম্পানীগঞ্জে ১২জন। জেলা মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৪৩৬১জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২৯৫৭, আইসোলেশনে রয়েছেন ১৩২৪ ও মারা গেছেন ৮০জন রোগী।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১