Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধি:

 

গত ৪দিন যাবত দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ৩ প্রবাসী যুবক নিখোঁজ রয়েছেন। গত (২৬ আগস্ট) প্রাইভেট কারে করে দক্ষিণ আফ্রিকার ফ্রী স্টেইট প্রদেশের উইনবার্গ ও সেনেরকাল থেকে একই প্রদেশের ভেলকম শহরে যাওয়ার পথে তারা নিখোঁজ হয়।

নিখোঁজরা হলেন, বেগমগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম, দূর্গাপুর গ্রামের মুহাম্মদ ফরহাদ, নোয়াখালী চাটখিলের মহসিন। অপরদিকে, সিলেট জেলার রাসেল নামে এক প্রবাসী যুবকও এদের সাথে নিখোঁজ রয়েছে।

 

দক্ষিণ আফ্রিকা প্রবাসী শরীফ জানান, নিখোঁজ প্রবাসী যুবকদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, যাত্রা পথে গাড়িসহ তাদেরকে অপহরণ করা হয়েছে।

Sharing is caring!