ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ১ হাজার ক্রীড়াবিদের পাশে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০ ৩৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা ডেস্ক:

দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এজন্য সব কিছুই স্থবির হয়ে পড়েছে। তাই অনেকের মতো বেকার জীবন পার করছেন ক্রীড়াবিদরা। বলতে গেলে তারা অসহায় জীবন যাপন করছেন। এরইমধ্যে তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ব্যক্তি ও ফেডারেশন নিজের মতো করে। এবার সরকার এগিয়ে এসেছে তালিকা করে তাদের পাশে দাঁড়ানোর।

ক্ষতিগ্রস্থ ক্রীড়াবিদদের কিভাবে সহযোগিতা করা যায়, সে লক্ষ্য নির্ধারণে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে সভায় বসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। সেখানে সিদ্ধান্ত হয়েছে প্রাথমিকভাবে ২৭ ফেডারেশনের ১০০০ ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে দেওয়ার, এ ব্যাপারে তিনি বলেন, ‘পুরো বিশ্ব আজ স্থবির। পুরো বিশ্ব এখন আতঙ্কিত। এক সঙ্গে এত মানুষ ঘরবন্দী-এমন দূযোর্গ বিশ্ববাসী আগে দেখেছে কিনা সেটা আমার জানা নেই। এই দুর্যোগে সকল মানুষই ক্ষতিগ্রস্থ হচ্ছে। ক্রীড়াঙ্গন তার বাইরে নয়। ভাইরাসটি এমন সময় আক্রমন করেছে যখন সব ধরনের খেলাই চলছিল। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু খেলা, যেগুলো থেকে খেলোয়াড়দের বছরের একটা আয়ে উৎস। খেলা বন্ধ হওয়ার কারণে সকলেই ক্ষতিগ্রস্থ হয়েছে। এ কারণে, গত ২৮/৪/২০২০ তারিখে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ নিয়ে সভা করেছিলাম। আজ দ্বিতীয় সভা করলাম।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আমাদের সহযোগিতা করবেন এবং কয়েকজনকে বলে দেবেন যারা খেলোয়াড়দের মানবিক সহযোগিতার জন্য এগিয়ে আসেন। সেই সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা করবো। যৌথভাবে আমরা অসহায় ক্রীড়াবিদদের জন্য বরাদ্দ দেয়ার চেষ্টায় আছি। মানবিক সহায়তাগুলো কয়েক স্তরের দেয়ার চিন্তা করছি। প্রথম ধাপে আমরা বিভিন্ন ফেডারেশন থেকে প্রায় ১০০০ অসহায় ক্রীড়াবিদদের সহায়তা দেবো। প্রথম ধাপে ২৭ ফেডারেশন থেকে যাদের সহায়তা না দিলেই নয় তাদের তালিকা আনছি। প্রত্যেককে আমরা ১০ হাজার টাকা করে দেয়ার চিন্তাভাবনা করছি।’

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। বিভিন্ন ক্ষেত্রে সম্মানী ভাতার ব্যবস্থা করছে। তাই ক্রীড়া মন্ত্রালয়ও ক্ষতিগ্রস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর উদ্যেগ নিয়েছে। এজন্য তাদের তালিকা করতে অনলাইনে আবেদনও চেয়েছে ক্রীড়া মন্ত্রালয়। এ ব্যাপারে বুধবার ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন ক্ষত্রে সম্মানী ভাতার ব্যবস্থা আছে। ক্রীড়াঙ্গনে কেন নয়? তাই আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছিলাম। অনলাইনে আবেদনও চেয়েছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে, প্রক্রিয়া চূড়ান্তের কাছাকাছি আসার পর স্থগিত করেছি। ঈদের পর আমরা ওই সহায়তাও দিতে পারবো। ৬৪ জেলাকে আমরা চিঠি দিচ্ছি। করোনায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের প্রতিমাসে ২ হাজার টাকা করে এককালীন ২৪ হাজার টাকা প্রদান করবো। তাতে ক্রীড়াবিদরা কিছুটা হলেও উপকৃত হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ১ হাজার ক্রীড়াবিদের পাশে সরকার

আপডেট সময় : ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০

এনকে বার্তা ডেস্ক:

দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এজন্য সব কিছুই স্থবির হয়ে পড়েছে। তাই অনেকের মতো বেকার জীবন পার করছেন ক্রীড়াবিদরা। বলতে গেলে তারা অসহায় জীবন যাপন করছেন। এরইমধ্যে তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ব্যক্তি ও ফেডারেশন নিজের মতো করে। এবার সরকার এগিয়ে এসেছে তালিকা করে তাদের পাশে দাঁড়ানোর।

ক্ষতিগ্রস্থ ক্রীড়াবিদদের কিভাবে সহযোগিতা করা যায়, সে লক্ষ্য নির্ধারণে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে সভায় বসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। সেখানে সিদ্ধান্ত হয়েছে প্রাথমিকভাবে ২৭ ফেডারেশনের ১০০০ ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে দেওয়ার, এ ব্যাপারে তিনি বলেন, ‘পুরো বিশ্ব আজ স্থবির। পুরো বিশ্ব এখন আতঙ্কিত। এক সঙ্গে এত মানুষ ঘরবন্দী-এমন দূযোর্গ বিশ্ববাসী আগে দেখেছে কিনা সেটা আমার জানা নেই। এই দুর্যোগে সকল মানুষই ক্ষতিগ্রস্থ হচ্ছে। ক্রীড়াঙ্গন তার বাইরে নয়। ভাইরাসটি এমন সময় আক্রমন করেছে যখন সব ধরনের খেলাই চলছিল। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু খেলা, যেগুলো থেকে খেলোয়াড়দের বছরের একটা আয়ে উৎস। খেলা বন্ধ হওয়ার কারণে সকলেই ক্ষতিগ্রস্থ হয়েছে। এ কারণে, গত ২৮/৪/২০২০ তারিখে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ নিয়ে সভা করেছিলাম। আজ দ্বিতীয় সভা করলাম।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আমাদের সহযোগিতা করবেন এবং কয়েকজনকে বলে দেবেন যারা খেলোয়াড়দের মানবিক সহযোগিতার জন্য এগিয়ে আসেন। সেই সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা করবো। যৌথভাবে আমরা অসহায় ক্রীড়াবিদদের জন্য বরাদ্দ দেয়ার চেষ্টায় আছি। মানবিক সহায়তাগুলো কয়েক স্তরের দেয়ার চিন্তা করছি। প্রথম ধাপে আমরা বিভিন্ন ফেডারেশন থেকে প্রায় ১০০০ অসহায় ক্রীড়াবিদদের সহায়তা দেবো। প্রথম ধাপে ২৭ ফেডারেশন থেকে যাদের সহায়তা না দিলেই নয় তাদের তালিকা আনছি। প্রত্যেককে আমরা ১০ হাজার টাকা করে দেয়ার চিন্তাভাবনা করছি।’

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। বিভিন্ন ক্ষেত্রে সম্মানী ভাতার ব্যবস্থা করছে। তাই ক্রীড়া মন্ত্রালয়ও ক্ষতিগ্রস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর উদ্যেগ নিয়েছে। এজন্য তাদের তালিকা করতে অনলাইনে আবেদনও চেয়েছে ক্রীড়া মন্ত্রালয়। এ ব্যাপারে বুধবার ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন ক্ষত্রে সম্মানী ভাতার ব্যবস্থা আছে। ক্রীড়াঙ্গনে কেন নয়? তাই আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছিলাম। অনলাইনে আবেদনও চেয়েছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারণে, প্রক্রিয়া চূড়ান্তের কাছাকাছি আসার পর স্থগিত করেছি। ঈদের পর আমরা ওই সহায়তাও দিতে পারবো। ৬৪ জেলাকে আমরা চিঠি দিচ্ছি। করোনায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের প্রতিমাসে ২ হাজার টাকা করে এককালীন ২৪ হাজার টাকা প্রদান করবো। তাতে ক্রীড়াবিদরা কিছুটা হলেও উপকৃত হবে।’