নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে মসলায় ক্ষতিকারক রঙ, ও নিন্মমানের পোকা ধরা গুড়া মসলা ব্যবহার করায় দু’টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চৌমুহনী বাজারের মসলার আড়ত গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে মসলায় রঙ ও নিন্মমানের পোকা ধরা মসলা বাজারজাতকরণ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির’র নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত প্রতিষ্ঠান দুইটিকে এক লাখ টাকা অর্থদন্ড করে।
দণ্ডিত প্রতিষ্ঠান গুলো হলো- মেসার্স রনী এন্টার প্রাইজকে ৫০ হাজার ও মেসার্স রমনী ষ্টোরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর কামরুজ্জামান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন , জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, র্যাব-১১ লক্ষীপুর, কার্যালয়ের সদস্যরা।