নোয়াখালী প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কল্যাণে ৪ বছর পর শেরপুরের বুদ্ধি প্রতিবন্ধী জুলেখা ফিরে পেল তার সন্তানদের।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের সোলায়মান বাজারে চনখোলা পুলিশ ক্যাম্পের আই সি মো.জাহাঙ্গীর আলম, বাজার কমিটির সাধারণ সম্পাদক কবির আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বৃদ্ধাকে তার সন্তানদের হাতে হস্তান্তর করা হয়।
ঐ সময় সুবর্ণচর উপজেলার সোলায়মান বাজারে বৃদ্ধা মা’কে ৪বছর পর খুঁজে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জুলেখার ছেলে রফিকুল ইসলাম জানান,স্থানীয় সাংবাদিক ইউনুছ শিকদারের ব্যক্তিগত ফেইসবুক পোস্টে আমার মায়ের কথা লিখলে, বিভিন্ন গ্রুপে তা ভাইরাল হয়।
পোস্টটি শেরপুর পুলিশ সুপার ও শেরপুরের সাংবাদিকদের নজরে আসলে তারা খোঁজ নিয়ে দেখেন,মহিলাটি নখলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের আদর্শ গ্রামের মোস্তাহারের হারিয়ে যাওয়া মা। শেরপুরের দেশবার্তার সাংবাদিক জুয়েল রানা একাধিক অনলাইনে নিউজটি প্রকাশ করে। এভাবেই বৃদ্ধার সন্তানরা তাদের মায়ের খবর পায়।
উল্লেখ্য, মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা মা ৪ বছর পূর্বে বাড়ী থেকে পথ হারিয়ে নোয়াখালীতে এসে পড়েন।পরবর্তীতে সুবর্ণচরের সোলায়মান বাজারে আশ্রয় নেন। ময়না টেলিকমের মালিক মো.মজনুর তত্ত্বাবধানে বৃদ্ধ মহিলাটি ছিলেন।