সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

নোয়াখালী প্রতিনিধিঃ

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তানহা আক্তার নামের এক শিশুর মর্মন্তিক মৃত্যু হয়েছে। ৯মাসের তানহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সন্ধ্যায় কেরামতপুর গ্রামের সিদ্দিক মার্কেট এলাকার চৌধুরী বাড়ীর পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত তানহা ওই বাড়ীর বেলাল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌধুরী বাড়ীর বেলালের মেয়ে তানহাকে সন্ধ্যার দিকে ঘরে দেখতে না পেয়ে বাড়ীর বিভিন্নস্থানে খোঁজে বাড়ীর লোকজন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে তাদের বাড়ীর পুকুরের মধ্যে মাছ ধরার জাল ফেললে জালের মধ্যে আটকা পড়ে শিশু তানহা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তানহাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, এ বিষয়ে কেউ থানায় অবগত করেনি। আমি খবর নিচ্ছি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০