নোয়াখালীতে বেতন মওকুফ ও পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবীতে মানববন্ধন

Avatar
newsdesk2
আপডেটঃ : রবিবার, ১০ মে, ২০২০
মানববন্ধনে বক্তব্য রাখছেন একজন বক্ত্যা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এক বছরের বেতন ফি মওকুফ, ছাত্রমেস ভাড়ার জন্য রাষ্ট্রীয় বরাদ্দ, অবিলম্বে পিইসি-জেএসসি পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবীতে মানববন্ধন-সমাবেশ সমাবেশ হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় ছাত্র ফ্রন্টের উদ্যোগে জেলা শহর মাইজদী টাউন হল মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

অন্যান্য দাবীগুলো হচ্ছে, সরকারি উদ্যোগে সকল শ্রমজীবি-নিন্মবিত্তদের জন্য তিন মাসের খাদ্য সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা এবং উপজেলায় উপজেলায় করোনা চিকিৎসার ব্যবস্থা করা।

মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ফ্রন্ট নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী জহির উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হক ফয়সাল ও কর্মী সদস্য মহিদুল ইসলাম দাওউদসহ অনেকে।

বক্তারা বলেন, করোনার লগডাউন একটি হাস্যকর ঘোষণা। মানুষের খাওয়া, থাকা, চিকিৎসার নিশ্চয়তা না দিয়ে সরকারের এ ঘোষণা সত্যিই দু:খজন। বক্তারা তাদের দেওয়া পাঁচ দফা দাবী দ্রুত বাস্তবায়নের দাবী জানান। পরে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একই দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০