শিরোনাম:
চরজব্বার থানার ওসি প্রত্যাহার নেভেনি সুন্দরবনের আগুন, সূত্র খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি, সময় লাগবে ২-৩ দিন, হলফনামায় মামলার তথ্য গোপন, সেতুমন্ত্রীর ভাইসহ ৪প্রার্থীর মনোনয়ন বাতিল ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ভুল চিকিৎসায় মা’সহ নবজাতকের মৃত্যুর অভিযোগ, হসপিটালে ভাংচুর চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জে মনোনয়ন দাখিল করলো ১০ জন এক ভাইকে বাঁচাতে আরেক ভাই পানিতে, ডুবে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু তাপপ্রবাহে অতিষ্ট হয়ে জমিতে অজ্ঞান কৃষক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নতুন গ্যাস কূপের খনন কার্যক্রমের উদ্বোধন কবিরহাট পৌরসভার উপনির্বাচনে ১৭১ ভোটের ব্যাবধানে তিনবারের প্রার্থীর জয়

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি, হাসপাতালে ভর্তিতে বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ মার্চ, ২০২১

নোয়াখালী প্রতিনিধিঃ
এবার নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে ফরহাদ হোসেন (২৯) নামের এক পল্টি মুরগির ফার্ম ব্যবসায়ীকে গুলি করেছে দূর্বৃত্তরা। গুলিবিদ্ধ ফরহাদের অভিযোগ পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে তার জেঠাতো ভাই মোহনের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। 
রোববার সন্ধ্যায় সাহাপুর গ্রামের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফরহাদ হোসেন ওই গ্রামের সামছুল হুদা মাস্টারের ছেলে।
আহত ফরহাদের স্বজনরা জানান, ওবায়েদ উল্যার সাথে ফরহাদের বাবার জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। শনিবার ওবায়েদ উল্যার ছেলে মোহন জোরপূর্বক ফরহাদদের জায়গা মাটি ফেলছিল। এসময় ফরহাদ ও তার পরিবারের লোকজন মোহনকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয় সে। রোববার বিকেলে স্থানীয় কদমতলা মাঠে ক্রিকেট খেলছিল ফরহাদ। সন্ধ্যার দিকে মোহনের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী একটি মাইক্রোবাস ও ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মোহনের ওপর হামলা চালায়।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ফরহাদ অভিযোগ করে বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা মাঠের পাশে গাড়ী দাঁড় করিয়ে গুলি করতে করতে তার দিকে এগিয়ে আসে এবং তাকে এলোপাতাড়ি গুলি করে। গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে লুটে পড়লে সন্ত্রাসীরা চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের গেইটে এসেও সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায় এবং হাসপাতালে ডুকতে বাধা প্রদান করে। পরে পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফরহাদ।
সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১