নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কৃতিসন্তান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শেষ আনুষ্ঠানিকতার সময়সূচী জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০টায় মরহুমের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন স্বাক্ষরিত মওদুদ আহমদ এন্ড এসোসিয়েট্স প্যাডে এ সময়সূচী জানানো হয়।
শেষ আনুষ্ঠানিকতার সময়সূচীতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ মার্চ) সিঙ্গাপুর থেকে যাত্রা, সিঙ্গাপুর সময় বিকাল ৩ টা ৫০ মিনিটে। ঢাকায় আগমন বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে।
বিমানবন্দর থেকে মরদেহ প্রথমে গুলশানের বাসভবনে নেওয়া হবে শুধুমাত্র আত্মীয়দের দেখার জন্য। গুলশান বাসভবন থেকে পরবর্তীতে এবার কেয়ার হাসপাতালের হিমাগারে নিয়ে রাখা হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, জানাযা ও দাফনের সময়সূচী। শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন।
দ্বিতীয় জানাজা সকাল ১০টায় বাংলাদেশ হাই কোর্ট প্রাঙ্গণ। তৃতীয় জানাজা সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পল্টন, ঢাকা।
তৃতীয় জানাজা শেষে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে নোয়াখালী নিয়ে যাওয়া হবে।
চতুর্থ জানাজা বাদ জুম্মা কবিরহাট সরকারি কলেজ মাঠ কবিরহাট, নোয়াখালী।
পঞ্চম জানাজা বিকাল ৪টায় বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠ কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
৬ষ্ঠ জানাজা বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়ির দরজায়, মানিকপুর,কোম্পানীগঞ্জ নোয়াখালী।
জানাজা শেষে মা-বাবার সমাধিস্থলের পাশে দাফন করা হবে, মানিপুর, কোম্পানীগঞ্জ নোয়াখালীতে।