নোয়াখালী প্রতিনিধ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষের ঘটনার জেরে তিন মামলায় গ্রেপ্তার হওয়া কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল জামিন পেয়েছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২ নং বিচারিক আদালতের বিচারক নবনীতা গুহ তাঁর জামিন মঞ্জুর করেন। তার পক্ষে জামিন চান তার আইনজীবী অ্যাডভোকেট হারুন-উর-রশিদ হালদার। আদালত শুনানি শেষে তাকে তিনটি মামলায় জামিন প্রদান করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হারুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, আদালত সকালে ২ টি ও বিকালে ১ টি মামলায় তার জামিন মঞ্জুর করেন।
জানা যায়, গত ১৯ শে ফেব্রুয়ারি নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট বাজারে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে তাকে গত বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল ৪টায় আটক করে কারাগারে প্রেরণ করা হয়। এরপরই আব্দুল কাদের মির্জা সমর্থকরা আরো দুইটি মামলা করে তাকে প্রধান আসামি করে। গ্রেপ্তার হওয়ার তের দিন পর জামিন পেলেন বাদল।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের বড় একটি অংশের বিরোধের জেরে গত দেড়-দুই মাস ধরে পুরো উপজেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পৌরসভা নির্বাচনের সময় থেকে বিভিন্ন বিস্ফোরক বক্তব্য দিয়ে আলোচনায় আসা কাদের মির্জার সমর্থকদের সঙ্গে এরই মধ্যে প্রতিপক্ষের সমর্থকদের দুবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে এবং দুজন নিহত হন।