ঢাকার সাংবাদিক রোজিনাকে লাঞ্চিতের প্রতিবাদে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

নোয়াখালী প্রতিবেদক:

 

পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে আটকে রেখে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন এবং পরে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে মানবন্ধন করেছে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে জেলায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃদ্ধ একাত্বতা প্রকাশ করেন।

এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক আলমগীর ইউছুফ, আবুল হাশেম, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন নোয়াখালী শাখার সম্বনয়ক তারকেশ্বর দেবনাথ নান্টু, উন্নয়ন সংগঠন প্রান’র নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদ, সাংবাদিক জামাল হোসেন বিষাদ, মিজানুর রহমান, আবু নাছের মঞ্জু, সুমন ভৌমিক প্রমুখ।

বক্ত্যারা, রোজিনার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃস্বর্থ মুক্তি, ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার ও রোজিনাকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণার হুমকি দেন সাংবাদিকরা। এসময় বক্তারা বলেন, রাষ্ট্রই সাংবাদিকদের টুটি চেপে ধরার পাঁয়তারা করছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০