প্রতিবেদকঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়ার নেতৃত্বে সদর উপজেলার পৌর বাজার এলাকায় মুদি, মশলার দোকান, ফলের দোকান এবং ঔষধের দোকানে অভিযান চালানো হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিভিন্ন ধারায় ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৯হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এই সময় অভিযোগের ভিত্তিতে জননী এন্টারপ্রাইজকে অধিক মুল্যে পন্য বিক্রির সত্যতা প্রমাণিত হওয়ায় ৫হাজার টাকা জরিমানা আদায় করে অভিযোগকারীকে ২৫% হিসেবে ১,২৫০টকা প্রদান করা হয়।
সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া বলেন, অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীগণকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় করার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করে সুধারাম মডেল থানা পুলিশ ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।