শুরু হল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালসহ ৪৫টি ম্যাচের টিকিট বিক্রি
- আপডেট সময় : ০৫:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ ৪৪৫৭ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে আরো ৮ মাসের বেশি বাকি। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এই ক্রিকেটযুদ্ধের টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে।
১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক দলের সেরা খেলোয়াড়দের পারফরম্যান্স সরাসরি মাঠে বসে দেখতে এখন থেকেই নিজের আসনটি নির্ধারণ করার সুযোগ পাচ্ছেন ভক্তরা।
ফাইনালসহ ৪৫টি বিশ্বকাপ ম্যাচের সবগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ওয়েবসাইটে।
প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচ দেখার জন্য শিশুদের (২-১৬ বছর বয়সী) টিকিটের দাম ৫ ডলার করে। আর প্রতিটি ভেন্যুতে প্রাপ্তবয়স্কদের টিকিট সর্বনিম্ন ২০ ডলার করে।
টিকিট বিক্রির উপলক্ষ স্মরণীয় করতে ‘দিস ইজ দ্য বিগ টাইম’ নামে প্রচারাভিযান শুরু করেছে আইসিসি।
অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনিতে হবে লড়াই। ফাইনালের ভেন্যু মেলবোর্ন। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়েছে। ১৬ অক্টোবর থেকে শুরু হবে প্রথম রাউন্ড। ২২ অক্টোবর সুপার টুয়েলভ শুরু হবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্সআপ নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে।