পিএসজিকে ৩-১ গোলে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রিয়াল
- আপডেট সময় : ১০:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ৩০৮০ বার পড়া হয়েছে
প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। খেলার শেষ মুহূর্তে করিম বেনজেমার দারণ হ্যাটট্রিকে জয়ের দারুণ গল্প লিখেছে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠে গেছে দলটি। এতে লজ্জায় বিদায় নিতে হলো মেসি-নেইমার-এমবাপ্পেদের। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়েগো বার্নাব্যুতেও পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল।
প্রথম লেগেই পিএসজির ছিল এক গোলের জয়। বুধবার রাতে দ্বিতীয় লেগের প্রথমার্ধেই তারা করে ফেলে আরও এক গোল। লিওনেল মেসি, নেইমার, এমবাপেদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ওঠার লড়াইয়ে ক্রমেই পিছিয়ে যাচ্ছিল স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ।
কিন্তু শেষ হওয়ার আগেই শেষ মানতে রাজি ছিল না ক্লাবটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার ১৮ মিনিটের এক হ্যাটট্রিকে পিএসজিকে বিদায় করে দিয়েছে রিয়াল। ম্যাচটি ৩-১ গোলে জেতার মাধ্যমে দুই লেগ মিলে ৩-২ গোলের অগ্রগামিতায় শেষ আটের টিকিট পেয়েছে তারা।