সংবাদ শিরোনাম ::
২৭ মার্চ থেকে প্রতি কেজি পেঁয়াজ পাওয়া যাবে ২০ টাকায়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২ ৪২২৯ বার পড়া হয়েছে
ট্রাকে বিক্রির জন্য প্রতি কেজি পেঁয়াজের দাম আরও ১০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ২৭ মার্চ থেকে প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকার পরিবর্তনে ২০ টাকা বিক্রির ঘোষণা দিয়েছে সংস্থাটি।
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।
তিনি বলেন, খুচরা বাজারের সাথে সমন্বয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ঢাকার দুই সিটি করপোরেশনে ১৫০টি ট্রাকের মাধ্যমে ১১০ টাকা করে তেল, ৬০ টাকায় চিনি, ৩০ টাকা কেজিতে পেঁয়াজ ও ৬৫ টাকা দরে মসুর ডাল দেওয়া হয়। পাশাপাশি রোজার মাসের জন্য ছোলা ও খেজুরও বিক্রি করছে সরকারি এই সংস্থা।
এছাড়া দেশজুড়ে টিসিবির ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করছে। মূলত নিম্ন আয়ের মানুষ লাইন ধরে টিসিবির পণ্য কেনেন। তবে সংস্থাটির বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগের শেষ নেই।