ইতালির বিপক্ষে নিজেদের প্রমান করবে আর্জেন্টিনা
- আপডেট সময় : ০৯:৩১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ১৬৮৬ বার পড়া হয়েছে
টানা অপরাজিত থাকার রেকর্ডই গড়ে ফেলেছে আর্জেন্টিনা। সর্বশেষ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে। এ নিয়ে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল তারা। তবে এখনও ইউরোপের দলগুলোর বিপক্ষে সেভাবে পরীক্ষা দিতে হয়নি তাদের।
অনেকের তাই শঙ্কা ইউরোপের দলগুলোর বিপক্ষে হয়তো পারবে না আর্জেন্টিনা। তাদের সামনে ইউরোপিয়ান দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করার মঞ্চটা অবশ্য সামনেই। ১ জুন ম্যারাডোনা কাপে ইউরো চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচেই নিজেদের প্রমাণ করতে চায় আর্জেন্টিনা।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর দলটির মিডফিল্ডার রদ্রিগো ডি পল বলেছেন, ‘আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে ইতালির বিপক্ষে ফাইনাল। আমাদের মানুষকে আনন্দ দেওয়ার জন্য জিততে হবে। এটা দুই রকমের পরীক্ষা, একটা হচ্ছে এটা ফাইনাল আর সবাই বলছে আমাদের ইউরোপিয়ান দলের সঙ্গে খেলা দরকার।’
অবশ্য নিজেদের বিশ্বাসটা এমনিতেই আছে বলে জানিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফুটবলার, ‘নিজেদের ভেতরে আমরা জানি যে প্রতিদ্বন্দ্বীতার জন্য তৈরি আছে। আমরা আরেকটা উদাহরণ দেবো যে এই জাতীয় দল সবকিছুর জন্য প্রস্তুত আছে।’
আর্জেন্টিনার ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ডি পল বলেছেন, ‘কেউ এটা কল্পনা করেনি। আমরা আর্জেন্টিনার থাকা রেকর্ডটা সমান করেছি আর আমাদের লিখে যেতে হবে নিজেদের ফুটবল ইতিহাস। আশা করি আমরা এভাবে চালিয়ে যেতে পারবো।’