জয়ের দেখা পেল বার্সেলোনা
- আপডেট সময় : ১২:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ ৬০১৪ বার পড়া হয়েছে
অবশেষে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে লা লিগায় রিয়াল সোসিয়াদের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন পিয়েরি এমরিক অবামেয়াং।
সোসিয়েদাদের মাঠে খেলতে গিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল বার্সেলোনা। ম্যাচের ৫৬ শতাংশ সময় বলের দখল ছিল স্বাগতিক ক্লাবটির দখলে। গোলের জন্য ৮টি শট করে পাঁচটিই লক্ষ্যে রাখে তারা। তবে মার্ক টের স্টেগানের দৃঢ়তায় গোল হজম করতে হয়নি বার্সার। উল্টো ম্যাচের ১১ মিনিটের মাথায় আউবেমেয়াংয়ের গোলে লিড নেয় কাতালান ক্লাবটি। প্রথমে পোস্টে লেগে ফিরে আসে ওসুমানে দেম্বেলের শট। ফিরতি বল পেয়ে ক্রস দেন গাভি। সেই বল নামিয়ে দূরের পোস্টে ক্রস দেন ফেররান তোরেস। বাকি কাজটা নিখুঁত হেডে সারেন আউবেমেয়াং।
স্প্যানিশ লা লিগায় সাত ম্যাচ পর ঘরের মাঠে গোল হজম করলো সোসিয়েদাদ। আর ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেওয়া আউবেমেয়াংয়ের লা লিগায় এটি ১১ ম্যাচে নবম গোল। যার মধ্যে প্রতিপক্ষের মাঠে ছয় ম্যাচে করেছেন সাতটি গোল। আউবেমেয়াংয়ের একমাত্র গোলে পাওয়া জয়ের পর ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে বার্সা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট। বাকি থাকা পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট পেলেই শিরোপা জিতবে রিয়াল।