আগ্নেয়াস্ত্রসহ সোনাইমুড়িতে ৩সন্ত্রাসী গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৩২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২ ৯৩৭২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি দেশীয় তৈরি বন্দুকসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার নবগ্রামের মনির আহমেদের ছেলে মোয়াজ্জেম হোসেন খোকন (২৬), স্বরকান্তা গ্রামের নূর হোসেনের ছেলে আবু নাসের সজীব (২৪) এবং পালপাড়া গ্রামের শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম শাওন (২১)।
শুক্রবার (৮ জুলাই) দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আসামীদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলার নবগ্রাম ডেগা হাজীর বাড়ির সামনে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুকসহ তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আসামীদের অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।