নোয়াখালীতে বিএনপির আরো ১২ নেতাকর্মী’সহ গ্রেপ্তার-৩৫
- আপডেট সময় : ০৪:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ৮১৭৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে নোয়াখালীতে বিএনপির আরো ১২ নেতাকর্মীসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে।
গতকাল রোববার (২৮আগস্ট) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সুধারাম থানায় ১জন, বেগমগঞ্জ থানায় ৭জন, চরজব্বর থানায় ১জন এবং সোনাইমুড়ী থানায় ৩জন।
গ্রেফতারকৃতরা হলেন, সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সভাপতি মঞ্জুরুল আলম (৪২), নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া (৪৩), জেলা বিএনপির সমর্থক বেগমগঞ্জের রসুলপুরের ৫নং ওয়ার্ডের আব্দুর রশিদ (৪৪), আব্দুর রহমান (৩২), নূরনবী চৌধুরী (৪৮), ইসমাইল হোসেন রতন (৫৭), চৌমুহনী পৌরসভার করিমপুরের তোফায়েল (৬৬), চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের মো. সুফল (৩৫), ৪নং ওয়ার্ডের মো. জসিম উদ্দিন (৫৭), সোনাইমুড়ী উপজেলার কৌশলাবাগের বিএনপি কর্মী সালমান মুহাম্মদ আহসান ভূঁইয়া (৪৬), ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুল মোতালেব (৪৫) এবং মাসিমপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী (৩৪)।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।