রাস্তা থেকে তুলে নিয়ে হাতিয়ায় এক শিশুকে বলৎকার
- আপডেট সময় : ১০:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ ১০৩২৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক শিশুকে (৬) রাস্তা থেকে তুলে নিয়ে বলৎকারের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত যুবকের নাম মো. তামিম (১৭) সে উপজেলার ১নং হরণী ইউনিয়নের সিরাজ উদ্দিনের ছেলে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হরণী ইউনিয়নে ৬ বছর বয়সী শিশুকে জোরপূর্বক তুলে নেয় একই এলাকার পার্শ্ববর্তী বাড়ির তামিম নামে এক যুবক। পরবর্তীতে সে ভিকটিমকে বাড়ির পাশে মাদ্রাসার একটি টয়লেটে নিয়ে বলাৎকার করে। বিষয়টি জানাজানি হলে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শুক্রবার রাতে অভিযুক্ত তামিমকে আসামি করে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৯।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।