জেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীতে বিজয়ী হলেন যারা
- আপডেট সময় : ০৭:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ৫৪১৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
সদ্য শেষ হওয়া নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ পিন্টু।
তবে সোমবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত ভোটে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সদস্য পদে বেসরকারী ভাবে নির্বাচিত হলেন, ২নং ওয়ার্ডে মাহফুজুর রহমান, ৩নং ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম, ৪নং ওয়ার্ডে মো. জহিরুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে এইচ এম শওকত রেজা চৌধুরী আরমান, ৬নং ওয়ার্ডে মনজুরুল ইসলাম চৌধুরী মোহন ৭নং ওয়ার্ডে মো. মনিরুজ্জামান মনির, ৮নং ওয়ার্ডে মো.আতিক উল্যাহ সুজন। সংরক্ষিত সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ইসরাত জাহান, ২নং ওয়ার্ডে আয়েশা আক্তার, ৩ নং ওয়ার্ডে ইয়াসমিন আরা বেগম।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, নোয়াখালীতে জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯নং ওয়ার্ডে মহি উদ্দিন ।
এ কারণে আজ শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভার ১৩০৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু নির্বাচিত হন। এছাড়া ১নং ওয়ার্ডে মাসুদুর রহমান ও ৯নং ওয়ার্ডে মহি উদ্দিন সাধারণ সদস্য পদে বিনা প্রতিন্ধন্ধিতায় বেসরকারিভাবে নির্বাচিত হন।