চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৭:২৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীর মোরশেদ আলম কমপ্লেক্সের কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে গেলো চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী।
ইয়াসিন সুমনের পরিচালনায় লাইফ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সানিমা গ্রুপ অব ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর ও চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা সাহাব উদ্দিন মোল্লা, প্রধান আলোচক ছিলেন, হক শপিং মলের সত্ত্বাধিকারী ও উপদেষ্টা মোরশেদুল আমিন ফয়সাল।
উদ্ভোধন করেন ফেয়ার হেলথ এন্ড ডক্টরস চেম্বারের প্রতিষ্ঠাতা পরিচালক ও উপদেষ্টা ডাক্তার ছালেহ আহমেদ সোহেল। সম্মানিত উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ গিয়াস উদ্দিন মিঠু, বিসমিল্লাহ ফাউন্ডেশনের সভাপতি মীর হোসেন মিলন, সহ-সভাপতি জহিরুল হক সোহেল।
অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন ও স্বপ্ন ঝুড়ি নামক ম্যাগজিন এর মোড়ক উন্মোচন করেন। পরে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার ৭৮টি সেচ্ছাসেবী সংগঠন চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা টি আই সুজন ও সভাপতি ফাহিম চৌধুরী সহ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং সংগঠনের পক্ষ থেকে সেচ্ছাসেবী সংগঠনগুলোকেও ক্রেস্ট প্রদান করা হয়।