দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ধানসিঁড়িতে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
আসন্ন দ্বদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নে ছাত্রলীগের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) বিকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ছাত্রলীগের এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক ১ এর সভাপতি জাবেদ হোসেন বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবির হোসেন রাজুর সঞ্চালনায় উক্ত কর্মী সভায় বক্তব্য রাখেন, ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক জিবরাইল হোসেন সোহাগ, ছাত্রলীগ নেতা মো: তারেক ও মো: নিহাল প্রমূখ।
এসময় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কবিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল রায়হান ও ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কামাল খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠনের জন্য কাজ করবে বলে অঙ্গিকার করেন।