সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে নাশকতার মামলায় গ্রেপ্তার যুবদল নেতা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে নাশকতার মামলায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন দুলাল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কাবিলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরের তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে তাকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে সেনবাগ থানার পুলিশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।