একদিনে সর্বোচ্চ মৃত্যু ৪২, নতুন আক্রান্ত ২৭৪৩ জন
- আপডেট সময় : ০৬:০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০ ৩১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৮৮৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৭৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৬৫ হাজার ৭৬৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে ২৭ জন ঢাকা, ৮ জন চট্টগ্রাম, ২ জন সিলেট, ২ জন রাজশাহী, ২ জন খুলনা ও ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি ৫২টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৩ হাজার ১৩৬টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৯৭ হাজার ৯৮৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭৪৩ জনের দেহে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪২ জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যু হলো ৮৮৮ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৩ হাজার ৯০৩ জন।
বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা।
মৃত ৪২ জনের বয়স:
২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
৩১ থেকে ৪০ বছর বয়সী: ৭ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী: ৯ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ৭ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ১৪ জন।
৭১ থেকে ৮০ বছর বয়সী: ৩ জন।
৯১ থেকে ১০০ বছর বয়স: ১ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ৬৩ হাজার ২৬ জন।
মারা গেছেন: ৮৪৬ জন।
মোট সুস্থ: ১৩ হাজার ৩২৫ জন।
মোট নমুনা পরীক্ষা: ৩ লক্ষ ৮৪ হাজার ৮৫১টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রোববার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৬৯ লাখ ৯৪ হাজার ৬০৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৪ লাখ ২০ হাজার ৪৮ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ২ হাজার ৪৪৯ জনের।