সংবাদ শিরোনাম ::
সোনাইমুড়ীতে খালে মিলল নারীর লাশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০ ১৪৩২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের একটি খাল থেকে মনু জাহান মনি (৪৫) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সঙ্গে একটি কালো ভ্যানিটি ব্যাগ ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে জনুদপুর খাল থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত মনু জাহান মনি চাটখিল উপজেলার দশঘরিয়া-পরকোট ইউনিয়নের হোসেনপুর মাইজের ভূঁইয়া বাড়ির আবু তাহেরের মেয়ে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, সকালে জনুদপুর খালে কচুরিপানার মধ্যে এক নারীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারীর লাশ উদ্ধার করে। লাম ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন। ধারনা করা হচ্ছে কোন ভাবে খালের পানিতে পড়ে গিয়ে আর উঠতে না পেরে ডুবে মারা গেছেন তিনি।