সংবাদ শিরোনাম ::
কোম্পানীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০ ১৪৪১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ এ স্লোগানের মধ্য দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় ৬জনের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, উপজেলা কৃষি অফিসার মোঃ বেলাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুমান বানু প্রমূখ।