কোম্পানীগঞ্জে ছাত্রলীগের মাস্ক বিতরণ
- আপডেট সময় : ০৬:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০ ৪০৫১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা পরিস্থিতিতে জনসচেতনতায় মানুষের পাশে দাঁড়িয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ।
রোববার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার কর্মজীবী ও দরিদ্র মানুষের মধ্যে এ মাস্ক বিতরণ করে সংগঠনটি।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না বলেন, নোয়াখালী জেলা আ’লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার পক্ষ থেকে মাস্কগুলো বিতরণ করা হয়েছে। এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম ফয়সল, শাহাদাত হোসেন সজল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, যুগ্ম-সম্পাদক রাইসুল ইসলাম তপন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই ফরহাদ প্রমূখ।
উল্লেখ্য, এর আগে উপজেলা ছাত্রলীগ হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতনামূলক লিফলেট বিতরণ করে। এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্য দোকানের সামনে গোলবৃত্ত একে দেয় সংগঠনটি।