কোম্পানীগঞ্জে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৯:০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০ ৭৫৭৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বসুরহাট বাজারের কলেজ রোড এলাকায় কেক কাটার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের শুরু হয় ।
পরে বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সগির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্ল্যাহ আল মামুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক ছালেহ্ উদ্দিন সুমন, পৌর যুবদলের সভাপতি ওয়াদুল হক রাফেল, সাধারণ সম্পাদক মাজহারুল হক তৌহিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আতোয়ার হোসেন পাভেল, সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ, বসুরহাট পৌরসভা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন সুমন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ সাইফুল্লাহ ইমন, সাধারণ সম্পাদক নুরনবী রুবেলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা, অনতিবিলম্বে খালেদা জিয়ার সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানান, একই সঙ্গে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।