সংবাদ শিরোনাম ::
সেনবাগে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০ ১৬৮৭ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিয়ান মাহমুদ প্রকাশ ইয়াছিন (১৫) মাস বয়সী এক শিশু মারা গেছে। নিহত ইয়াছিন সেনবাগ উপজেলা ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নাতী ও হুমায়ুন কবিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন বুধবার সকালে বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘ ক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে দুপুরে বাড়ির পুকুরে ইয়াছিনকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।