সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে করোনা জয়ী আরও ২৩ পুলিশকে এসপির ফুলেল শুভেচ্ছা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ ৪১৪৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে ১০ম দফায় করোনা জয়ী আরও ২৩জন পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। একই সাথে করোনা জয়ী পুলিশ সদস্যদের মিষ্টি মুখ করান তিনি।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, পর্যাপ্ত প্রতিরোধ ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করার পরও জনগনের সামাজিক দূরত্ব নিশ্চিতকরন, সরকারি ত্রাণ কাজে সহায়তাকরণ, কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে খাবার পৌঁছানো, আক্রান্ত ব্যক্তির বাড়ী লকডাউন ও হাসপাতালে পৌঁছানো, মৃত ব্যক্তির দাফন এবং সৎকারসহ নিয়মিত ডিউটি করতে গিয়ে জেলার ২৬৭জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫৯জন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) খালেদ ইবনে মালেক, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান শেখ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মোঃ সাজ্জাদ হোসেন’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।