সংবাদ শিরোনাম ::
হাতিয়ার মেঘনায় মিলল অজ্ঞাত যুবতীর লাশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ ৩৭৭৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে অজ্ঞাত (২৫) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি অর্ধগলিত হওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব রহমতপুর এলাকার কেরিংচর খালের মুখ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় জেলেরা মেঘনা নদীর সংলগ্ন কেরিংচর খালের মুখে একটি লাশ ভাসতে দেখে। তারা বিষয়টি মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
হাতিয়া মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশটির শরীরের বেশির ভাগ অংশ পঁচে গেছে। ধারণা করা হচ্ছে গত ৭-৮দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে কোথা থেকে বা কিভাবে ওই যুবতীর মৃত্যু হয়েছে তার এখন বলা যাচ্ছে না।