সংবাদ শিরোনাম ::
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০ ৫৯৭২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহাদাত হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাদাত পেশায় একজন নির্মাণ শ্রমিক (রাজ মিস্ত্রি) ছিলেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নলদিয়া গ্রামের একটি মন্দিরে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন রফিকপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শাহাদাত’সহ কয়েকজন শ্রমিক নলদিয়া গ্রামের একটি মন্দিরের নতুন নতুন ভবনের কাজ করতেছিল। দুপুরের দিকে নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায় শাহাদাত। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিন উল্যা বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।