দেশে করোনা ভাইরাস আক্রান্ত ছাড়াল ১৩ হাজার, মৃত্যু ২০৬
- আপডেট সময় : ০৭:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ৩০৭ বার পড়া হয়েছে
এনকে বার্তা ডেস্ক:
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭০৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১৩৪। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৬ জনে।
আজ শুক্রবার দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৯৪১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ১১ হাজার ৪৫৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৩৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও সাতজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২০৬-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯১ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন দুই হাজার ১০১ জন।
বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে আরও ৭০৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ায় ১২ হাজার ৪২৫ জন। এছাড়া গতকাল বুলেটিনে করোনায় মৃতের সংখ্যা না জানিয়ে পরে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে একদিনে দেশে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়ে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১৯৯ জনে।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
মোট আক্রান্ত: ১৩ হাজার ১৩৪ জন।
মারা গেছেন : ২০৬ জন।
মোট সুস্থ: ২ হাজার ১০১ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৩৯ লাখ ২৯ হাজার ৫৯৭ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৩ লাখ ৪৭ হাজার ৮৫৪ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৭০ হাজার ৮৬৮ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
যুক্তরাষ্ট্র: ৭৬ হাজার ৯৪২ জন।
যুক্তরাজ্য: ৩০ হাজার ৬১৫ জন।
ইতালি: ২৯ হাজার ৯৫৮ জন।
স্পেন: ২৬ হাজার ৭০ জন।
ফ্রান্স: ২৫ হাজার ৯৮৭ জন।
ব্রাজিল: ৯ হাজার ১৯০ জন।
বেলজিয়াম: ৮ হাজার ৪১৫ জন।
জার্মানি: ৭ হাজার ৩৯২ জন।
ইরান: ৬ হাজার ৪৮৬ জন।
নেদারল্যান্ডস: ৫ হাজার ২৮৮ জন।