উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বেগমগঞ্জ এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
- আপডেট সময় : ০৫:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ ৫৩৪২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা রিটানিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই শেষে এ ঘোষণা দেন।
বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ছয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা নির্বাচন অফিস মিলনায়তনে জেলা রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত শাহানাজ বেগম, বিএনপি’র মো.মঞ্জুরুল আজিম, জাসদের মো. মফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো.আমিনুল হক ও যোবায়ের হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং স্বতন্ত্র প্রার্থী মো.কবিরের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আগামী ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ করা হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।