সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জের চৌমুহনীতে সুজকি মোটর সাইকেল শো-রুমের উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০ ৮২২৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে বাইকজোন নামক সুজকি মোটর সাইকেল শো-রুম ও সার্ভিসিং সেন্টারের শুভ উদ্ধোধন করা হয়েছে।
রবিবার (২২ নবেম্বর) সন্ধ্যায় চৌমুহনী ফায়ার সার্ভিস সংলগ্ন রাস্তার দক্ষিন পাশের্^ বাইকজোন নামক সুজকির উক্ত মোটর সাইকেল শো-রুম ও সার্ভিসিং সেন্টারের শুভ উদ্ধোধন করেন, নোয়াখালী ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য মামুন অর রশিদ কিরন এমপি।
বাইকজোন নামক সুজকি মোটর সাইকেল শো-রুম ও সার্ভিসিং সেন্টারের সত্ত¡াধিকারী আবদুল্যা আল-মামুনের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সুজকি মোটর সাইকেলের হেড অফ সেলস এ কে এম তৌহিদুর রহমান প্রমূখ।
এসময় ফিতা ও কেঁক কাটা এবং মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্বোধন শেষে উপস্থিত সকল অতিথি উক্ত শো-রুম ও সার্ভিসিং সেন্টাররের সফলতা কামনা করেন।