কবিরহাট পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০০:০৮ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ৩৯৩১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
আসন্ন কবিরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কবিরহাট উপজেলা আওয়ামিলীগের আয়োজনে কবিরহাট পৌরসভা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ ডিসেম্বর) বিকেলে কবিরহাট পৌরসভা অডিটোরিয়ামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল আমিন রুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মমিন বি.এস.সি প্রমূখ।
এসময় বর্ধিত সভায় পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদক, সকল ইউপি চেয়ারম্যান ও সকল ইউনিয়নের সভাপতি-সম্পাদকদের মতামতের ভিত্তিতে তিনজনের নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবিত নামের মধ্যে রয়েছে কবিরহাট পৌরসভার বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, জেলা আওয়ামী লীগ সদস্য রেজাউল হক শাহীন, কবিরহাট পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রতন, তবে উন্নয়নের লক্ষে বর্তমানের পক্ষে সর্বোচ্চ মতামতে এগিয়ে রয়েছে কবিরহাট পৌরসভার জননন্দিত মেয়র জহিরুল হক রায়হান।
এদিকে বর্ধিত সভা শেষে পৌর কার্যালয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে জহিরুল হক রায়হান বলেন, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান দিতে হবে, আমাদের ভাইদের সাথে কোনো রকমের বিরোধে যাওয়া যাবে না। আমাদের বর্তমান প্রধান কাজ হবে, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল নিয়ে উগ্রপন্থী মৌলবাদীদের সকল সড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করা। নির্বাচন কোনো মূখ্য বিষয় নয়। দলীয় শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। দল যাকেই মনোনয়ন দিবে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করব।