কবিরহাটে হাজী ইব্রাহীমের শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৪:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০ ৫১৯৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে করোনা মহামারিতে অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রতি বছরের ন্যায় নোয়াখালীর বীর মুক্তিযোদ্ধা হাজী মরহুম ইদ্রিস মিয়ার সুযোগ্য সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মোহাম্মদ ইব্রাহীম মিয়া হতদরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।
বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকা থেকে দুপুর পর্যন্ত মাস্ক প্রদানের মধ্য দিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে আগত হতদরিদ্র মানুষের মাঝে নিজ হাতে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।
এই বিষয়ে জানতে চাইলে হাজী মোহাম্মদ ইব্রাহীম জানান, প্রতিবারের মতো এবারেও ৫ হাজার কম্বল ও ২হাজার শীতের পোশাক বিতরণে সক্ষম হয়েছি এবং আমার এই সকল সামাজিক কর্মকান্ড আমি নিঃস্বার্থে করে থাকি।
এসময় শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ ইব্রাহীম মিয়ার বড় জামাতা সায়েম আহমেদ, একমাত্র ছেলে ফুয়াদ হাসান ইরাম, হাজী মোহাম্মদ ইব্রাহীম মিয়ার ব্যক্তিগত সহকারী মো. লিটন, মঞ্জু প্রমূখ।