নোয়াখালী পৌরসভায় ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পলাশ
- আপডেট সময় : ০৬:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ২৯৩৬ বার পড়া হয়েছে
মুলতানুর রহমান মান্না:
রাজনৈতিক পরিবারের সন্তান মিজানুর রহমান পলাশ। এলাকায় সৎ, স্বচ্ছ ও মেধাবী হিসেবেই পরিচিতি। আসন্ন নোয়াখালী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী তিনি। পৌরসভার ১নং ওয়ার্ডে অসহায়, ছিন্নমূল, শীতার্ত নারী, পুরুষ ও শিশুর মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করে নিজেকে ধন্য মনে করছেন তিনি। আজীবন নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে তিনি থাকতে চান।
মিজানুর রহমান পলাশ জানান, হাড়কাঁপানো এই শীতেও অনেককে খোলা আকাশের নিচে রাত যাপন করতে হয়। ছিন্নমূল, অসহায় মানুষ খড়কুটা জ্বালিয়ে শীত মোকাবেলার প্রয়াস চালায়। এ সময় সমাজের দায়িত্ববান অনেককে খুঁজেও পাওয়া যায়না। এমতাবস্থায়, শীতার্ত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো বেশ দরকার হয়ে পড়েছে বলে তিনি এগিয়ে যান।
তিনি আরো বলেন, চলতি শীতে শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালীদের সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। এটা নৈতিক কতর্ব্য মোটেও সাহায্য নয়। তার সহৃদয়তার এমন আবেদনে সাড়াও মেলেছে সবখানে।