সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১ ৩৬৫৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মোয়াজ হোসেন আদিব নামের দেড় বছরে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে জিরতলী ইউনিয়নে ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মোয়াজ হোসেন আদিব বড় অভিরামপুর গ্রামের আমিন উল্যা মেম্বার বাড়ীর আবদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮-১০দিন পূর্বে মা জয়নবের নেছার সাথে নানার বাড়ী জিরতলীতে বেড়াতে আসে আদিব। শনিবার দুপুর থেকে নানাদের ঘরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে। এর একপর্যায়ে বিকালে ওই বাড়ীর পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় আদিবের লাশ দেখতে পেয়ে উদ্ধার করে বাড়ীর লোকজন।
বেগমগঞ্জ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার পানিতে ডুবে শিশু আদিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।