গুলিতে নিহত সাংবাদিক মুজাক্কিরের পরিবারের পাশে কোম্পানীগঞ্জ বিএনপি নেতৃবৃন্দ
- আপডেট সময় : ১২:১৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ ৩০৭৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপ্রাশিরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের পরিবারের পাশের দাঁড়ালো কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (২১শে ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপনের নেতৃত্বে একটি দল নিহত মুজাক্কিরের বাড়িতে যান। এ সময় তারা শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং সাংবাদিক মুজাক্কির হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান।
রিপন আরো বলেন, মুজাক্কিরের হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে দোষীদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি এই ঘটনায় যাতে কোন নিরীহ মানুষ হয়রানির শিকার, না হয় এই ব্যাপারে তিনি প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মমিনুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সগীর, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।