সংবাদ শিরোনাম ::
ভিক্ষুক পুনর্বাসনে অটোরিকশা, ভ্যান, দোকান ও সেলাই মেশিন বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ৪২০৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলা প্রশাসনের ৩ বছর মেয়াদি অগ্রাধিকার ভিত্তিক কর্ম পরিকল্পনার অংশ হিসেবে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে অটোরিকশা, ভ্যান, দোকান ও সেলাই মেশিন বিতরণ করেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি।
অনুষ্ঠানে আজ ৩৩ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে অটোরিকশা, ভ্যান, দোকান ও সেলাই মেশিন ও গরু, ছাগল হস্তান্তর করা হয়। বিভাগীয় কমিশনার বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে নোয়াখালীতে মোট ১০০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হবে।