বেগমগঞ্জে ইয়াবা ও গুলিসহ আটক ১
- আপডেট সময় : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১ ১৪২৩ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে র্যাব-১১ অভিযান চালিয়ে ফয়েজ (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। গ্রেপ্তারকৃত, ফয়েজ আলাইয়ারপুর ইউনিয়নের হাটখোলা বাড়ির বাবুলের ছেলে।
এসময় ফয়েজের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তার সহযোগী মমিনের (২৮) বাসা তল্লাশি করে শটগানের ১২ বোর কার্তুজসহ আরো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মমিনকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (০৪ মার্চ) রাতে উপজেলার গোপালপুরে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্ণীপুর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল বেগমগঞ্জের গোপালপুরে অভিযান চালিয়ে মাদক কারবারি ফয়েজকে আটক করে। পরে তার তথ্য অনুসারে, গোপালপুর ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের বাবুল মঞ্জিলে তার থাকার কক্ষ থেকে আরো ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি শটগানের ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মাদক আইন ও অস্ত্র আইনে পৃথক পৃথক এজাহারে দুটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, পলাতক মাদক কারবারি মমিন একজন অস্ত্রধারী সন্ত্রাসী। ফয়েজ আর মমিন দীর্ঘদিন পরস্পর যোগসাজশে এলাকায় মাদক কারবার করে আসছিলেন।